Transparent Logo
<
Scroll down

boi

বই
পঞ্চম বর্ষ, দ্বিতীয় সংখ্যা

বাংলা মুদ্রণের ইতিহাস খুব বেশিদিনের নাহলেও বেশ গুরুত্বপূর্ণ। একটি পরাধীন জাতিকে বিদেশি শাসক রাজনৈতিক, অর্থনৈতিক, সামজিক নিয়ন্ত্রণ নির্যাতনের পর কীভাবে মুদ্রণের যন্ত্রজাঁতায় নিষ্পেষণ করেছিল তা রয়েছে এই ইতিহাসের পাতায়। রয়েছে স্বাধীন জাতির নিজস্ব মুদ্রণব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা ইতিবৃত্তও। বাংলা ভাষায় ছাপা নানা ধরনের বইয়ের বিষয়ে বলতে গিয়ে উঠে এসেছে সেসব কথা।...

কী আছে ভিতরে

১৭৭৮-এ হ্যালহেড-এর বাংলা ব্যাকরণ বই ছাপার সঙ্গেই শুরু হয়েছিল বাংলা মুদ্রণের ইতিহাস। তারপর পরবর্তী প্রায় আড়াইশো বছরে বাংলা হরফে ছাপা হয়েছে পাঠ্যপুস্তক থেকে শুরু করে ভ্রমণ গাইড, খণ্ডে খণ্ডে বিশ্বকোষ থেকে চটি পাতলা পুস্তিকা, অতিকায় ব্রডশিটে সংবাদপত্র থেকে মিনিবুক। বইয়ের নানা ধরনের বিষয় ও গড়নের পাশাপাশি রয়েছে ছাপার হরেক পদ্ধতি, বিভিন্ন কাগজ, বিচিত্র বাঁধাই-কায়দা। এসব ধাপে ধাপে একটা গোটা বই ছেপে বিপণনের জন্য বাজারজাত হওয়া পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে। একটিকে ছেড়ে অন্যটিতে পৌঁছে যাওয়া কার্যত অসম্ভব। তাই বাংলা বইয়ের ইতিহাস বা আধুনিক ইতিহাসচর্চার নতুন ধারা ‘বুক-হিস্ট্রি’র বাংলাকেন্দ্রিক ইতিহাসে জড়িয়ে আছে লেখক বিষয় ছাপাখানা কালি কাগজ প্রযুক্তি বিপণন সংরক্ষণ—সব কিছুই। আধুনিককালের এই বিচিত্র বিদ্যামাধ্যমে বাংলাবইকে জড়িয়ে কিছু করতে যাওয়া মানেই উঠে আসবে এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি। তা একটি সংখ্যায় দু’মলাটের মধ্যে ধরার চেষ্টা অসম্ভব ব্যাপার। তাই এ সংখ্যায় বেছে নেওয়া হয়েছে বাংলা ভাষার বইচর্চার খণ্ডিত ইতিহাসকে। প্রচেষ্টা চলেছে এই আড়াই শতকে ছাপা বাংলা বইয়ের বিষয়বৈচিত্র্যকে একত্রিত করার। সেখানেও বাদ রয়ে গেল বহু কিছু—আড়াইশো বছর তো কম নয়! তবুও এই সুযোগে ধরার প্রচেষ্টা করা হল, বাংলা বই ছাপার শুরু থেকে জড়িয়ে থাকা এক অদৃশ্য রাজনীতিকে, বাংলা ভাষাকে নিজের মতো করে গড়ে নেওয়ার শাসকদের প্রয়াসকে এবং এর মাধ্যমে ভাষাগতভাবে আগের শাসকদের বিছিন্ন করে পূর্ণ ক্ষমতা কায়েম করার ইতিহাসকে। হারিয়ে যাওয়া ইতিহাসকে ধরে রাখার এই সংক্ষিপ্ত পরিসরে উঠে এসেছে বাংলায় ছাপা মহাকাব্য থেকে ব্যায়ামপুস্তকের কথা, পাঠ্যবই থেকে জ্যোতিষ, অভিধান থেকে শিশুপাঠ্য, জাতপাতের বই থেকে গোয়েন্দা বই, ধর্মপুস্তক থেকে নেশার পাতরা, পঞ্জিকা থেকে হাতুড়ে চিকিৎসার বই, একাত্তরের গণহত্যা সিরিজ থেকে শহীদ গ্রন্থমালা—বহু কিছুই। তবুও আক্ষেপ, বাদ রইল বিস্তর। আশা রাখি, হারিয়ে যাওয়ার আগে সেগুলিকেও মুদ্রিত আকারে ধরে রাখার চেষ্টা করা হবে অন্য কোথাও অন্য কোনোখানে।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
প্রচ্ছদ ও শিল্প-নির্দেশনা: সোমনাথ ঘোষ
সম্পাদক: সৈকত মুখার্জি

বিষয়সূচি

বইয়ের বই মহাভারত
• শিবাজী বন্দ্যোপাধ্যায়
বটতলার আখ্যানে আখ্যাপত্র
• অসিত পাল
বটতলার বিজয়-বৈজয়ন্তী
• প্রভাতকুমার দাস
অভিধানের নববিধান
• সত্যব্রত ঘোষাল
বিশ্ববিদ্যাসংগ্রহ
• সত্যশ্রী উকিল
বাংলা খ্রিস্টীয় সাহিত্য ও সংগীতের সংক্ষিপ্ত ইতিহাস
• অপ্রতিম চক্রবর্তী
... ব্রিটিশ লাইব্রেরিতে বাংলা বই
• অলিভিয়া মজুমদার অমিত গুহ
বাংলা পঞ্জিকার ইতিহাস পর্যালোচনা
• নিলয়কুমার সাহা
উনিশ শতকের মুদ্রণ সংস্কৃতি ও বাঙালির নেশা
• সর্বজিৎ মিত্র
ছেলেবেলায় ছিল তারা কোথায় গেল শেষে
• সুধাংশুশেখর মুখোপাধ্যায়
হাতুড়ে চিকিৎসার বই
• প্রজিতবিহারী মুখোপাধ্যায়
জঙ্গলে মুখ ঢেকেছে ইতিহাসের ছাপাখানা
• রণদেব মুখোপাধ্যায়
‘ঠাকুরমার ঝুলি’ পূর্ববর্তী বাংলা রূপকথার যাত্রাপথ
• বর্ণালী পাল
দুনহুয়াংয়ের হীরকসূত্র • অমিতাভ সেনগুপ্ত
ব্রাহ্মসমাজের প্রকাশনা
• অর্ণব নাগ
গণহত্যা সিরিজ একাত্তরের বর্বরতার দলিল
• চৌধুরী শহীদ কাদের
বাংলা একাডেমির ভাষা-শহীদ গ্রন্থমালা
• গোলাম মুস্তাফা
বসুমতী সাহিত্য মন্দির
• প্রণতি মুখোপাধ্যায় ও অভীককুমার দে
ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগল্পের বাজার
• অরিন্দম দাশগুপ্ত
বাংলায় ব্যায়াম প্রবন্ধ ও ব্যায়াম প্রণালীর বিবর্তনের খণ্ড ইতিহাস ১৯৩০-১৯৭০
• দেবরাজ ঘটক
পাতি বাংলা ভ্রমণগাইড
• ভাস্কর দাস
জ্যোতিষ বিষয়ক বই
• বিজলীরাজ পাত্র
বাঙালির পারিবারিক ইতিহাস
• দেবাশিস বসু
বাংলা বইয়ের কোর্টঘর
• প্রসেনজিৎ দাশগুপ্ত
‘বাংলা’ ব্যাকরণের ইতিহাস
• সৈকত মুখোপাধ্যায়
বাঙলা বই-ইতিহাস : দর্পণে ‘বীজ’ দর্শন! অথবা বাঙলাভাষার জাতপাত
• সৌম্যদীপ


 

গ্রাহক হোন
হরপ্পার গ্রাহক হতে গেলে দুটি সংখ্যার জন্য মোট সাতশো টাকা দিতে হয়। (অতিরিক্ত ডাকমাশুল লাগবে না)
যোগাযোগ করুন ই-মেলে অথবা ফোনে কথা বলুন।

সরাসরি প্রাপ্তিস্থান
• হরপ্পার পরিবেশক পশ্চিমবঙ্গে অক্ষর প্রকাশনী, ১৮এ টেমার লেন, কলকাতা-৯ ও বাংলাদেশে বাতিঘর।
• কলেজস্ট্রিটে পাতিরাম, ধ্যানবিন্দু, দেজ, দে বুকস্টোর, উল্টোডাঙায় সুনীলদার দোকান, রাসবিহারী মোড়ে কল্যাণদার দোকান, রিড বেঙ্গলি বুক স্টোর, শান্তিনিকেতনে রামকৃষ্ণর দোকানের মতো বহু স্টলে হরপ্পা নিয়মিত পাওয়া যায়। এছাড়া অনলাইনে হরপ্পা বিক্রি হয়।
• পত্রিকা পেতে আপনি দপ্তরেও মেল করতে পারেন।

বৈদ্যুতিন পুস্তিকা
করোনার আক্রমণে অন্তরীণ অবস্থায় ১ বৈশাখ ১৪২৭ থেকে ‘হরপ্পা’-র বৈদ্যুতিন পুস্তিকা প্রকাশের সূচনা। এই পুস্তিকা নিজেদের ওয়েবসাইট, সামাজিক মাধ্যম, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। দেখবেন চলুন...